আমুদরিয়া নিউজ: মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন লেগে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা সহ অন্তত ৫ জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের কাছে। জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। মাঝসমুদ্রে কেএম বার্সিলোনা ৫ নামের ওই জাহাজটিতে আচমকা আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, জাহাজটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। আগুন ধরে যাওয়ার পরে আতঙ্কে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেন অনেকে। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে ২৮৪ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। আগুন লাগার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
