আমুদরিয়া নিউজ : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবর সম্প্রচারের সময়ে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে কয়েকজন সংবাদকর্মীর মৃত্যু হয়। গত ১৬ জুনের ঘটনা। সে সময় সংবাদ উপস্থাপন করছিলেন মহিলা সাংবাদিক এমামি। বোমা হামলার জেরে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়। কিন্তু, কিছুক্ষণ পরেই এমামি লাইভ অনুষ্ঠান শুরু করেন। তাঁর সাহসিকতা ও পেশাদারি মনোভাব গোটা বিশ্বের অনেকেরই প্রশংসা কুড়োয়। তাই ২০২৫ সালের ভেনেজুয়েলা সরকারের দেওয়া সাইমন বলিভার জাতীয় সাংবাদিকতা পুরস্কারে ভূষিত হয়েছেন এমামি। ইরানের আরও ২ জন সংবাদকর্মী, নিমা রেজাপুর ও মাসুমেহ আজিমিকে পুরস্কৃত করা হয়েছে। ২৮ জুন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই পুরস্কার ঘোষণা করেন। সাহার এমামির পক্ষে এবং নিহতদের পরিবারের তরফে পুরস্কার নেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনি।
