আমুদরিয়া নিউজ: বিধ্বংসী দাবানলের গ্রাসে ফ্রান্স। জানা গিয়েছে, মঙ্গলবার সেদেশের পেনেস-মিরাবেউয়ের কাছে আগুনের সূত্রপাত হয়। তা ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। আহতের সংখ্যা শতাধিক। তাঁদের মধ্যে ৯জন দমকলকর্মী রয়েছেন। পাশাপাশি, এখনও পর্য্ন্ত মোট ৪০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরিস্থিতি মোকবিলা করতে মার্সেইয়ের বিশেষ মেরিন দমকল বাহিনীকে নামানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এরকমই পরিস্থিতি চলতে থাকে, তাহলে এই দাবানল আরও ভয়ংকর আকার ধারণ করবে। দাবানলের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই বিমানবন্দর। যদিও কয়েকঘণ্টা পর তা ফের চালু করে দেওয়া হয়। মার্সেইয়ের মেয়র বেনট পায়ান বলেন, “প্রতি মিনিটে ১.২ কিলোমিটার গতিতে এগোচ্ছে আগুন। ঘন জঙ্গল এবং তীব্র হাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন তিনি।
