আমুদরিয়া নিউজ: আমেরিকায় কনসার্ট করতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হল সংগীত শিল্পী পার্বতী বাউলকে। যার জেরে বাতিল হল তাঁর আমেরিকার সানফ্রান্সিসকোয় আয়োজিত কনসার্ট। গোটা ঘটনায় ফেসবুকের পাতায় ক্ষোভ উগরে দিয়েছেন পার্বতী। গায়িকার ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, ১৮ মে রবিবার মার্কিন সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বেঁধে সানফ্রান্সিকোয় একটি কনসার্ট ছিল তাঁর। কিন্তু আমেরিকায় বাউল শিল্পীকে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে ব্রুকসের সঙ্গে যৌথ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। তবে পোস্টে তিনি অনুষ্ঠানের নতুন সময় ঘোষণা করে জানিয়েছেন, সোমবার ভারতীয় সময় রাত ৮টায় জুম-এর মাধ্যমে অনলাইনে কনসার্ট করবেন। তা সম্পূর্ণ বিনামূল্যে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে শোনা যাবে। প্রসঙ্গত, এর আগে ২০২৩ এ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে গিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন পদ্মভূষণ প্রাপ্ত সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীও। সেসময়ও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তারা।
