আমুদরিয়া নিউজ : ফের শিরোনামে এলেন বাঙালী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সব্যসাচীর পোশাক পরলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্কের মা মায়ে মাস্ক। বর্তমানে মুম্বইয়ে নিজের আবাসনে রয়েছেন মায়ে। নিজের ৭৭ তম জন্মদিনে মায়ে ভারতীয় ঘাগড়া এবং ব্রিটিশ গাউনের মিশেলে তৈরি পোশাকটি পরে ছবি তুলেছেন। ফুলহাতা, পা ঢাকা গাউনের সর্বত্র সুতোর এমব্রয়ডারির কাজ। সঙ্গে মানানসই কানের দুল এবং ওড়না। মায়ে মাস্কের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সব্যসাচী। মায়ে মাস্কের পোশাকের সর্বত্র নিজের শিল্পকর্মের ছোঁয়ায় ভরিয়ে তুলতে ভোলেননি সব্যসাচী। আধুনিক ডিজাইনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে সব্যসাচীর এই শিল্পকর্মের ছটায় উত্তাল নেটপাড়া।
