আমুদরিয়া নিউজ : আবার লোকালয়ে হানা দিয়েছে হাতি। শনিবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকায় ঘোরাফেরা করে একটি হাতি। তাতে শোরগোল পড়ে এলাকায়। ভয়ে ছোটাছুটি শুরু হয়। পুলিশ ও বন দফতরে খবর যায়। পুলিশ ও বনকর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে হাতি জঙ্গলের দিকে চলে যায়। ওই এলাকায় আরও হাতি আশেপাশে থাকতে পারে বলে অনেকের অনুমান। বছর দুয়েক আগে ওই এলাকায় হাতি ঢুকে ব্যাপক ক্ষতি করেছিল।
