আমুদরিয়া নিউজ : আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রস্তুতি শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোট শান্তিপূর্ণভাবে করতে এবার থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এসআইআর পর্বেই ইভিএম-এর প্রথম দফার চেকিং পর্ব ও প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে কমিশন সূত্রের খবর। আজ, শুক্রবার বিশেষ কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে এই বিশেষ কর্মসূচি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ইভিএম-এর চেকিং নিয়ে কমিশনের বিশেষজ্ঞ রাও থাকবেন এই আলোচনা শিবিরে। এছাড়াও রাজ্যে ভোটকেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভোটারদের কম দূরত্বে গিয়ে ভোট দিতে সুবিধা হয়। ভোটকর্মীদের তথ্য সংগ্রহের জন্য নতুন ডিজিটাল ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা নির্বাচন পরিচালনা আরও সহজ করবে। ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রগুলিও পরীক্ষা করে দেখা হবে, যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা না থাকে। সব মিলিয়ে কমিশন চায়, আগামী বিধানসভা নির্বাচন যেন স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রাজনৈতিক মহলেও এই প্রস্তুতি নিয়ে জোর আলোচনা চলছে।