আমুদরিয়া নিউজ: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর-এর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে আগামী বছরই বিধানসভা নির্বাচন। এই চার রাজ্যের সঙ্গে ভোট আছে অসমেও। কিন্তু অসমে এসআইআর কার্যকর হচ্ছে না। কারণ হিসেবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে।”