আমুদরিয়া নিউজ: বিহারের পর এবার দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। দিল্লিতে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু করছে, এ কথা কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সেখানে বলা হয়েছে কোনও ভোটারের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তবে তাদের ইনুমুরেশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বৈধ নথি দেখিয়ে। যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, কিন্তু তাঁর মা-বাবার নাম রয়েছে তাহলে তাদের নিজেদের পরিচয় প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি ২০০২ সালের তালিকায় মা-বাবার নামের অংশটুকুও জমা দিতে হবে। দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারও নাম না থাকলে তাঁদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয়।
