আমুদরিয়া নিউজ: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস-সহ কলকাতার অন্তত ১০ জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা। নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলছে। ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলছে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও। শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়, এই অভিযানের সঙ্গে একটি ব্যাঙ্ক প্রতারণা মামলারও যোগসূত্র খুঁজছেন আধিকারিকেরা। এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই সময় বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
