আমুদরিয়া নিউজ: শুক্রবার সন্ধেয় ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী। এই নিয়ে ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার কাঁপল দিল্লি। শুক্রবার সন্ধ্যা নাগাদ ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় হরিয়ানা ও দিল্লির বড় অংশে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী দিল্লির থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাঁজর এলাকা। উৎসস্থল মাটি থেকে প্রায় ১০ কিমি নিচে। মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পনে ক্ষয়ক্ষতি না হলেও বার বার এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। প্রসঙ্গত, বৃহস্পতিবারও কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
