আমুদরিয়া নিউজ: বিজয়া দশমী দিয়ে চলতি বছরের দুর্গাপুজোর ইতি হয়েছে ২ অক্টোবর। এই বছর দুর্গাপুজো হলো অনেক তাড়াতাড়ি। আগামী বছর আবার পুজো অক্টোবরের মাঝামাঝি। জেনে নিন ২০২৬ সালে কবে পড়েছে দুর্গাপুজো। ২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। এর ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী। ১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। শেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।
