আমুদরিয়া নিউজ : সুদানের আধা সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। তার মধ্যে ৪৩ জন শিশু। এ ছাড়া আহতের সংখ্যা ৫০ জন। শুক্রবার সে দেশের সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। ড্রোন গুলো হাসপাতাল এবং শহরের ঘিঞ্জি এলাকায় আছড়ে পড়ে। তার মধ্যে একটি ড্রোন কিন্ডারগার্টেন স্কুলের উপরে পড়ে।