আমুদরিয়া নিউজ : সুদানের সংঘর্ষপ্রবণ করডোফান অঞ্চলে ড্রোন হামলায় কমপক্ষে ১০৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। হামলা শুরু হয় ডিসেম্বরের ৪ তারিখে। এতে শিশু, নারী এবং সাধারণ মানুষ সহ একটি কিন্ডারগার্ডেন ও হাসপাতালও লক্ষ্যবস্তু হয়। দক্ষিণ করডোফানের কালোগিতে একটি হামলায় ৮৯ জন নিহত হয়, যাদের মধ্যে ৪৩ শিশু ও ৮ নারী রয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক এই হামলাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF) একে অপরকে দায়ী করছে, তবে নির্দিষ্ট কোনো পক্ষের দায় নিশ্চিত হয়নি। হামলার ফলে বহু মানুষ অস্থায়ীভাবে বাসস্থান ছেড়েছে এবং শহরগুলোতে খাদ্য, জল ও চিকিৎসা সহ মৌলিক সেবার অভাব দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করেছে।