আমুদরিয়া নিউজ : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ওড়িশার উপকূল থেকে একই লঞ্চার থেকে দুটি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে, যা চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ট্র্যাকিং সেন্সর দ্বারা নিশ্চিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এই পরীক্ষা প্রত্যক্ষ করেন ডিআরডিওর সিনিয়র বিজ্ঞানী, ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রতিনিধি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল উৎক্ষেপণের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন।