আমুদরিয়া নিউজ: রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার রাতভর (ভারতীয় সময় অনুসারে) ১৪টি দেশকে শুল্ক-চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, তাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান এবং মালয়েশিয়ার রাষ্ট্রনেতাদের কাছে পৌঁছে গিয়েছে ট্রাম্পের চিঠি। তার মধ্যে জাপান এবং মালয়েশিয়া— এই দুই দেশের উপর শুল্ক সামান্য বৃদ্ধি করেছে আমেরিকা। জাপান এবং মালয়েশিয়ার উপর আগে ২৪ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। সোমবার দুই দেশের উপরেই তা এক শতাংশ করে বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ অগস্ট থেকে দুই দেশের পণ্যেই ২৫ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। বাংলাদেশের উপর শুল্ক সামান্য কমেছে। আগামী ১ অগস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনও বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। নয়া ঘোষণায় তা দুই শতাংশ কমেছে। বাকিদের হয় সামান্য কমেছে, নয়তো অপরিবর্তিতই রয়েছে।
