আমুদরিয়া নিউজ: ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। বুধবার ভারতের উপর বাড়তি শুল্কের ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দেন। তাঁর বক্তব্য, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত সরকার। তাই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হল’। আগামী ২৭ অগস্ট থেকে তা কার্যকর করা হবে। আগে ঘোষিত ২৫ শতাংশ ৭ অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বুধবার যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হল, তা আরও ২১ দিন পর কার্যকর হবে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। ২৫ শতাংশের উপর আরও শুল্ক চাপবে বলে জানিয়েছিলেন একদিন আগেই। ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন তিনি।
