আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ও ছবি যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইলের অংশ হিসেবে ক্রমশ প্রকাশ হচ্ছে। সেই সব ছবি ফের প্রকাশ হয়েছে। তাতে ট্রাম্প মর্মাহত। তিনি দুঃখপ্রকাশ করে দাবি করেছেন, তাঁর যাবতীয় কৃতিত্বকে খাটো করার জন্য এ সব হচ্ছে। তিনি দাবি করেছেন, অনেকের সঙ্গে কোনও ক্লাবে বা পার্টিতে দেখা হয়ে থাকলে তাঁদের অন্যায় কাজের সমর্থনে জড়িয়ে দেওয়া ঠিক না, কারণ তাঁরা তাতে যুক্ত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের ক্লাব পাম বিচ। তিনি দাবি করেছেন, ২০০০ সালের গোড়ার দিকে এপস্টাইনকে ক্লাব থেকে বের করে দিয়েছিলেন।