আমুদরিয়া নিউজ : নোবেল শান্তি পুরস্কার না পেয়ে হতাশ হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আক্ষেপ কিছু যেন দূর হল। ফিফার পক্ষ থেকে ওই পুরস্কার এবার চালু হল। শুক্রবার ওয়াশিংটনে ফিফার প্রেসিডেন্ট ওই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প দাবি করেন, তিনি কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন এবং শুরুর আগেই অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছেন।