আমুদরিয়া নিউজ: টেসলা কর্তা এলন মাস্ককে চমৎকার মানুষ বলে প্রশংসায় ভরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার আমেরিকা সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, “মাস্ক একজন অসাধারণ মানুষ। আমাদের মধ্যে খুব বেশি কথোপকথন হয়নি। কিন্তু তা-ও মাস্ককে আমার চমৎকার লাগে। তিনি সমাজে ভালো কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি একজন একজন বুদ্ধিমান মানুষও বটে। বৈদ্যুতিক যানবাহনের ট্যাক্স ক্রেডিট বাতিলের বিষয় নিয়ে টেসলাকর্তা একটু বিরক্ত।” ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে মাস্ককে প্রথমে প্রেসিডেন্টের বিশেষ পরামর্শদাতা (অবৈতনিক) পদে নিয়োগ করেছিলেন ট্রাম্প। পরে তাঁর জন্য গড়ে দেন সরকারি দক্ষতা বিষয়ক দফতর (ডিওজিই)। সেই দফতরের কাজই ছিল ‘অপ্রয়োজনীয়’ খরচ কাটছাঁট করে ট্রাম্প প্রশাসনকে সাহায্য করা। সেই সময়ে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মাস্ক। খরচ কমাতে একাধিক সাহসী পদক্ষেপও করে ফেলেছিলেন তিনি। তবে তাদের সম্পর্কের অবনতির সূত্রপাত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে। মাস্ক দাবি করেন, ওই বিল নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি। চুপিচুপি মধ্যরাতে এটি পাশ করা হয়েছে। এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন টেসলা কর্তা। পাশাপাশি শুরু হয় বাদানুবাদ। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘‘মাস্কের আচরণ হতাশাজনক।” পালটা এলন মাস্ক দাবি করেন, তাঁকে ছাড়াই জিততে পারতেন না ট্রাম্প।
