আমুদরিয়া নিউজ: সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এবার ভারতের সঙ্গেও বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ মার্কিন প্রেসিডেন্ট জানান, শীঘ্রই ‘খুব বড়’ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হতে চলেছে৷ বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা সবে মাত্র চিনের সঙ্গে (বাণিজ্য) চুক্তি করলাম। সবার সঙ্গে আমরা চুক্তি করব না। তবে কিছু দারুণ চুক্তি হবে। যেমন পরেরটাই হয়তো হবে ভারতের সঙ্গে। খুব বড় চুক্তি হবে সেটা।” যদিও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যেকোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা। ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কয়েকজনকে চিঠি দিয়ে স্রেফ জানিয়ে দেওয়া হবে, অনেক ধন্যবাদ।” সম্প্রতি আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও বলেছিলেন দুই দেশের মধ্যে আলোচনা চলছে, যাতে আগামীতে ন্যায্য ও ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি করা যায়। এতে উভয় দেশের অর্থনীতিই চাঙ্গা হবে। কবে এও চুক্তি সই হয় সেদিকেই নজর থাকবে সব মহলের।
