আমুদরিয়া নিউজ: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানা করার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। অভিযোগ ইজরায়েল-হামাস সংঘর্ষের আবহে বিশ্ববিদ্যালয় চত্বরে প্যালেস্টাইনিদের প্রতি সহমর্মিতা প্রকাশের আড়াল ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে ইহুদি পড়ুয়াদের নিশানা করা হয়েছে বলেও অভিযোগ ট্রাম্প সরকারের। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস-সহ ১০টি ক্যাম্পাসের প্রধান জেমস মিলিকেন। তিনি জানান, শুক্রবার তাঁরা এই ১০০ কোটি ডলারের জরিমানার নোটিস পেয়েছেন। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।
