আমুদরিয়া নিউজ: দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর নেমে আসবে শুল্কবাণ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইতি না টানলে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আমেরিকা। দেশটির উপর আমেরিকা শুল্কবাণ নিক্ষেপ করতে পিছ পা হবে না। পাশাপাশি জারি করা হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।” গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসেন জেলেনস্কি। সঙ্গে ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। এ বার পুতিন এবং জ়েলেনস্কিকে এক টেবিলে বসাতে চান ট্রাম্প। তবে ওই বৈঠক কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।
