আমুদরিয়া নিউজ: ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তিনি না থামালে এক সপ্তাহের মধ্যে দুদেশ পরমাণু যুদ্ধে লিপ্ত হত! সম্প্রতি হোয়াইট হাউসে বিভিন্ন সামরিক সংঘাত থামাতে আমেরিকার সাফল্যের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধ করতে আমরা খুবই সফল হয়েছি। এই যেমন ভারত এবং পাকিস্তান। যে ভাবে বিষয়টি এগোচ্ছিল, আরও এক সপ্তাহ (সংঘর্ষ চললে) ভারত এবং পাকিস্তান পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। পরিস্থিতি খুব খারাপ ছিল।” এর পরেই ট্রাম্প বলেন, “আমরা বলেছিলাম, আপনারা এ সব বন্ধ না করলে আপনাদের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনও কথা বলব না। তারা সে কথা শোনে। দু’দেশেই খুব ভাল নেতা রয়েছেন।” ট্রাম্পের এই দাবি অবশ্য প্রথমবার নয়, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি বরাবরই ট্রাম্পের এই দাবি খণ্ডন করলেও নিজের অবস্থান থেকে সরছেন না মার্কিন প্রেসিডেন্ট।
