আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল মাত্র ৪৯। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে মুর্শিদাবাদে চিকিৎসা করা হয়, পরে কলকাতায় আনা হয় তাঁকে। চিকিত্সায় কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্বস্তি মেলেনি। ফের অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ২০১৭ সালে ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন জাফিকুল। এরপর কাউন্সিলরদের বিক্ষোভের জেরে তৎকালীন চেয়ারম্যান সৌমিক হোসেন অপসারিত হন। সেই জায়গায় নতুন চেয়ারম্যান হন জাফিকুল। পরে ২০২১ সালে ডোমকল থেকে বিধায়ক নির্বাচিত হন। প্রয়াত বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
