আমুদরিয়া নিউজ : মানুষেরই কি শুধু চুল কাটার শখ রয়েছে? আজ্ঞে না কুকুরেও রয়েছে। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি কুকুর সেলুনে চুল কাটাতে গিয়ে মহা আনন্দে বসে চুল কাটা উপভোগ করছে। তাঁর অঙ্গভঙ্গিতে দেখে মনে হচ্ছে সে যেন বলতে চাইছে, চুলটা এমন ভাবে কেটো যেন আমাকে দেখতে হিরোর মতো লাগে।
 
					 
			 
		 
		 
		 
		