আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ারে দুয়ারে সরকার শিবিরে ডিএম রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বালাপাড়া ফরেস্ট ভিলেজে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, কুমারগ্রামের বিডিও অবিনাশ কুমার। জেলাশাসক জানান, অসম বাংলা সীমানার প্রত্যন্ত এবং দুর্গম একটি এলাকা হলো বালাপাড়া ফরেস্ট ভিলেজ।
এদিন বালাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করা। হয়। শিবিরে কি কি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেসব বিষয়ে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের অবহিত করেন জেলাশাসক, এস পি ও বিডিও।
সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব বিষয়ে খোঁজ খবর করেন আধিকারিকগন। বাসিন্দারা প্রশাসনের তি কর্তাকে হাতের কাছে পেয়ে মন খুলে তাদের অভাব অভিযোগের কথা জানান।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম