আমুদরিয়া নিউজ : আইভিএফ জালিয়াতি মামলায় ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট। রাজস্থান ও মুম্বই পুলিশ যৌথভাবে তাঁকে শ্যালিকার বাড়ি থেকে আটক করে। শিগগিরই তাঁকে উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডে আবেদন করা হবে। উদয়পুরের ভূপালপাড়া থানায় প্রায় ২০ দিন আগে বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ভাট-সহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগকারী ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. অজয় মুরদিয়ার দাবি, বায়োপিক তৈরির নামে বিক্রম প্রায় ৩০ কোটি টাকা নিয়েও কোনও কাজ করেননি বা টাকা ফেরত দেননি। এদিকে, ‘ভিএসবি এলএলপি’-র নাম ব্যবহার করে বিনিয়োগ করানোর অভিযোগও উঠেছে। লুকআউট নোটিস জারি হওয়ায় ৮ ডিসেম্বরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল সকল অভিযুক্তের জন্য। পাশাপাশি, মুম্বইয়ে বিক্রমের অফিস থেকে হার্ড ডিস্ক চুরি ও ফুটেজ বিকৃতির অভিযোগে তাঁর সংস্থার দুই কর্মীকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পরিচালক নতুন করে আইনি জটিলতায় পড়লেন।