আমুদরিয়া নিউজ: গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আসন্ন হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সেই দীনেশ কার্তিক। মঙ্গলবার কার্তিকের অধিনায়ক হওয়ার কথা জানিয়েছে হংকং ক্রিকেট বোর্ড। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে হংকং সিক্সেস। যেখানে নিজের দলে রবিচন্দ্রন অশ্বিনকে পাবেন কার্তিক। গত বছর এই প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রবিন উথাপ্পা। যদিও একটিও ম্যাচ জিততে পারেনি তাঁরা। ভারতীয় দলের অধিনায়ক হতে পেরে কার্তিক বলেন, “হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের। এই প্রতিযোগিতার মান যথেষ্ট ভাল। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসাবে আমরা ভাল খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।”