আমুদরিয়া নিউজ: দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। কিন্তু, সেই সভায় থাকছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালেই তিনি দিল্লি উড়ে গেলেন। নিজেই জানিয়ে গেলেন, দলের ‘বিশেষ কাজে’ তিনি দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষ থাকবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা চলছিল। কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। তবে দিলীপ বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। কিন্ত এদিন সকালে দিলীপকে দেখা গেল কলকাতা বিমান বন্দরে। হঠাৎ এই দিল্লি সফর নিয়ে প্রশ্ন করতেই দিলীপ বললেন, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”
