আমুদরিয়া নিউজ : প্রতারণার জালে কোচবিহারের এক শিক্ষক। ডিজিটাল অ্যারেস্টের নামে এবার প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর কাছ থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারিত ওই শিক্ষক কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত ৮ জানুয়ারি সিবিআই পরিচয় দিয়ে ওই শিক্ষককের কাছে ফোন করা হয়। মানি ক্ষেত্রে তার ফোন নম্বর ব্যবহার করা হয়েছে এই অভিযোগ তুলে ভয় দেখিয়ে ৩ দিন ফোনের সামনে বসিয়ে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। একই সঙ্গে তার থেকে ২ লক্ষ ৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যখন বুঝতে পারেন তাকে প্রতারণা করা হচ্ছে, তখন কোচবিহার সাইবার ক্রাইম থানায় বিষয়টি জানান। এরপর তদন্তে নামে কোচবিহার পুলিশ। যেই অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে, তার সূত্র ও অন্যান্য সূত্র ধরে কোচবিহার সাইবার ক্রাইম পুলিশ বিশাখাপত্তনম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
পিংলার নালী নামে ৩১ বছরের অভিযুক্ত ওই যুবককে আদালতে তোলা হচ্ছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তদন্ত করে দেখবে অভিযুক্ত আরও কোন ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশের একটি দল বিশাখাপত্তনম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও এই ধরণের প্রতারণার ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে এই সব বিষয়ে বেশি করে সতর্ক থাকতে হবে।