আমুদরিয়া নিউজ : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন চিত্রতারকা ধর্মেন্দ্র। অথচ তাঁর মৃত্যু হয়েছে বলে রটিয়ে দিয়েছিল একটি মহল। তা নিয়ে হেমামালিনী, এষা দেওলরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন ধর্মেন্দ্র বাড়ি ফেরার পথে ভক্তদের দেখে হাত নেড়েছেন। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্র এথন অনেক স্থিতিশীল। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।