আমুদরিয়া নিউজ: হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে চিন্তা করার কোনও কারণ নেই। রুটিন চেক-আপের জন্যেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে। আগামী ডিসেম্বর মাসেই ৯০ বছর পূর্ণ করবেন বর্ষীয়ান অভিনেতা। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত কারণে নিয়মিতভাবে তাঁকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। সেকারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্মেন্দ্রকে। প্রসঙ্গত, এখনও বলিউডে কাজ করে যাচ্ছেন ধর্মেন্দ্র। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’। সেখানে একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। একজন তরুণ সেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		