আমুদরিয়া নিউজ : সোমবার দুপুরে ফের শোলের বীরু মানে মুম্বইয়ের জনপ্রিয় চিত্রতারকা ধর্মেন্দ্র প্রয়াত হেয়ছেন বলে ফের খবর ছড়িয়ে পড়েছে। তাঁর বাড়ির সামনে অ্যাম্বুল্যান্স দেখা গিয়েছে। একাধিক বলিউড নিউজ পোর্টাল সে খবর প্রচার করেছে। পরিবারের পক্ষ থেকে একনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এ মাসের গোড়ায় ধর্মেন্দ্র ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। সে সময় তাঁর মৃত্যুর খবর চাউর হয়। পরিবারের লোকজনেরা সে সময়ে বিরক্ত হন। এবার কি ঘটেছে সেটাই যাচাই চলছে।