আমুদরিয়া নিউজ: অপেক্ষার আর কয়েক ঘণ্টা। আগামীকাল মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর ‘ধূমকেতু’। ছবি মুক্তির আগে বুধবার দুপুরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে সঙ্গী করে নৈহাটির বিখ্যাত বড় মার মন্দিরে হাজির হলেন নায়ক-নায়িকা। ‘ধূমকেতু’র সাফল্য কামনা করতেই পুজো দিলেন দেব-শুভশ্রী এবং কৌশিক। দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি, শুভশ্রী সেজেছিলেন লাল বেনারসিতে। পাশাপাশি বসে চলল দেবীর আরাধনা। হাতজোড় করে ছবির সাফল্য কামনা করলেন দু’জনেই। দেব-শুভশ্রীকে চাক্ষুষ করতে এলাকায় ভক্তের ঢল। নায়ক-নায়িকা হাসিমুখে হাত নাড়লেন তাঁদের উদ্দেশ্যে। রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে ‘ধূমকেতু’।
