আমুদরিয়া ডেস্ক: বিয়ের সাজে সেজেগুজে বসে রয়েছেন কনে। বর সমেত বরযাত্রীরাও এসে উপস্হিত হয়েছেন বিয়েবাড়িতে। গোল বাঁধল খাবার পরিবেশনের সময়। ভোজে পর্যাপ্ত পনির পরিবেশন করা হয়নি এই অভিযোগে রেগে গিয়ে মিনিবাস নিয়ে বিয়েবাড়িতে ঢুকে পড়লেন চালক। বাসের ধাক্কায় গুঁড়িয়ে দিলেন মণ্ডপ। শনিবার রাতে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত বাসচালকের নাম ধর্মেন্দ্র যাদব। তাঁর গাড়িতেই বিয়েবাড়িতে এসেছিলেন বরযাত্রীরা। এরপর খেতে যান ধর্মেন্দ্র। কিন্তু খাবার খাওয়ার সময় চাওয়া সত্ত্বেও নাকি তাঁকে পর্যাপ্ত পনির পরিবেশন করা হয়নি। অভিযোগ, এর পরেই রেগে গিয়ে বাস নিয়ে বিয়েবাড়িতে ঢুকে যান ধর্মেন্দ্র। গাড়িটি মণ্ডপে গিয়ে ধাক্কা মারে। গুঁড়িয়ে যায় মণ্ডপ। ছ’জন আহতও হন। অভিযুক্ত বাসচালক ঘটনার পর থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে এই ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরের দিন ভোরে স্থানীয় মানুষ এবং পুলিশের সহায়তায় বিয়ে সম্পন্ন হয়।