আমুদরিয়া নিউজ: আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন ১৩ কাউন্সিলর। তাঁরা ঘোষণা করেছেন নতুন দল তৈরির, যার নাম হবে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। দলত্যাগীদের মধ্যে রয়েছেন দিল্লি পুরসভায় আপের দলনেতা মুকেশ গয়াল। মুকেশের সঙ্গে যাঁরা আপ ছেড়েছেন, তাঁরা সকলেই আগে কংগ্রেসের সদস্য ছিলেন। দিল্লিতে গত পুরসভা ভোটের আগে তাঁরা কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছিলেন। মুকেশ গোয়েল ২৫ বছর ধরে দিল্লি পুরসভার কাউন্সিলর। তিনি নিজেও ২০২১ সালে কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছিলেন।
