আমুদরিয়া নিউজ: পহেলগাঁও সন্ত্রাসের কথা উল্লেখ না থাকায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও)র বিবৃতিতে সই করলেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার থেকে চিনের কিংডাও শহরে এসসিও বৈঠক শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নিয়েছে, চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তান। গতকাল সেখানে যৌথ ঘোষণাপত্রে করতে অস্বীকার করেন রাজনাথ সিং। নথিতে বালুচিস্তান নিয়ে নিন্দা থাকলেও পহেলগাঁও ইস্যুতে নিন্দা জানিয়ে কোনও মন্তব্য ছিল না। উলটে সেখানে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বিরুদ্ধে অশান্তি ছাড়ানোর অভিযোগ উঠেছে। আর এর জেরেই ক্ষুব্ধ হয়ে রাজনাথ ঘোষণাপত্রে সই করতে অস্বীকার করেন। ওই সম্মেলনে নাম-না করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানা করেন রাজনাথ। বলেন, “সন্ত্রাসবাদের সঙ্গে শান্তি ও সমৃদ্ধি সহাবস্থান করতে পারে না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যারা সন্ত্রাসবাদকে লালন-পালন করে এবং ব্যবহার করে, তাদের চরম পরিণতি ভোগ করতেই হবে। কিছু কিছু দেশ সন্ত্রাসবাদকে তাদের বিদেশ নীতির হাতিয়ার বানিয়ে নিয়েছে। এই ধরনের নীতির কোনও স্থান থাকা উচিত নয়। এসসিওর এই ধরনের দেশগুলির কড়া সমালোচনা করা উচিত।”
