আমুদরিয়া নিউজ : দেদার টুকলি হযেছিল পরীক্ষায়। তাই পুলিশ তদন্তে নেমেছিল। একাধিক সংস্থাও তদন্ত করে। অবশেষে বাতিল করে দেওয়া হল রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের ২০২৩ সালের রেভিনিউ অফিসার ও আরও ১১০টি পদে নিয়োগের পরীক্ষা। প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সকলেই বিপাকে পডেছেন। ওই টুকলির ঘটনায় তদন্তকারী বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন।
