আমুদরিয়া নিউজ: আমেরিকার টেক্সাসে হড়পা বানে মৃতের সংখ্যা আরও বাড়ল। সোমবার সকাল (ভারতীয় সময় অনুযায়ী) পর্যন্ত ২৮ শিশু-সহ ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে সেখানে। আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। হড়পায় ভেসে যান অনেকে। সামার ক্যাম্পে নদীর ধারে গিয়েছিল স্কুল পড়ুয়ারা। তাদের মধ্যে প্রায় ২৭ জন এখনও নিখোঁজ। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি।
