আমুদরিয়া নিউজ : রবিবার ঘন কুয়াশা থাকায় কলকাতার দমদম বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর থেকেই কলকাতা ও আশেপাশের এলাকা কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে যায়। সেই কারণে একটি বিমান নামতে পারেনি। ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে দেরি হয়েছে। একটি বিমানকে ঘুরপথে পাঠানো হয়।
