আমুদরিয়া নিউজ : এই মন্ডপ তৈরি করতে মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ। এ ছাড়া সামান্য কিছু থার্মোকল, জরি, শোলার কদম ফুলের কাজ রয়েছে। মন্ডপটিকে তৈরি করা হয়েছে নৌকার আদলে। কোচবিহারের তল্লিতলা ক্লাবের পুজোতে এই মন্ডপ সকলের নজর কাড়ছে। এবার তাদের থিম সোনার তরী। সোনালি আলোর ব্যবহারে মণ্ডপটি সুন্দর ও আকর্ষণীয়। এবার ৫৯ বর্ষে পড়ল পুজো।
