আমুদরিয়া নিউজ: বেআইনি বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ আসল উদ্দেশ্য গোপন করে প্রচার করা এবং নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালানো। যা আইন বিরুদ্ধ। সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরুপ রোধী আইন-সহ বেশ কিছু আইনভঙ্গের অভিযোগ রয়েছে। সে সবেরই তদন্ত করছে ইডি। সংস্থাটির প্রলোভনে প্রভাবিত হয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত সংস্থার বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন রায়না। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। শুধু রায়না নন, সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অভিনেতা সনু সুদ এবং উর্বশী রৌতেলা।