আমুদরিয়া নিউজ: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি। বুধবার সকালে কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তার। উত্তরবঙ্গ থেকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন ডাকুয়া। ১৯৭২ থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত মাথাভাঙার বিধায়ক ছিলেন তিনি। ১৯৮৭ সালে তৃতীয় বার বামফ্রন্ট সরকার গঠিত হলে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় উন্নয়ন দফতরের মন্ত্রী হন। পরে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল। ২০০১ সালের বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় পর্যটনমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের সদস্য হিসাবে তিনিই প্রথম রাজ্য মন্ত্রিসভায় প্রথম স্থান পেয়েছিলেন।
