আমুদরিয়া নিউজ: দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। রাজধানী দিল্লিতে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন দিল্লিবাসী কোভিডের শিকার। তিনি বলেন, সব হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার। প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং–এর জন্য যেন পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য। পাশাপাশি কেরলেও বাড়ছে সংক্রমণ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলের কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জন। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯। শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল, পাঞ্জাব, বেঙ্গালুরুতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার।
