আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল রাজ্য। রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে SSC খুব শীঘ্রই “দাগি” বা বেআইনি উপায়ে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। সেখানে প্রত্যেক প্রার্থীর নাম, রোল নম্বর এবং সংশ্লিষ্ট তথ্য থাকবে।
মন্ত্রী ব্রাত্য বসু জানান, তালিকা প্রকাশের পর আর কোনও বিভ্রান্তি থাকবে না। যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ আছে, তারা ভবিষ্যতের কোনও নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন না। অন্যদিকে, যেসব প্রার্থী “নির্দোষ” বা অনিয়মমুক্ত, তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে সত্যিকারের যোগ্য প্রার্থীরা স্বচ্ছ পদ্ধতিতে চাকরির সুযোগ পাবেন।