আমুদরিয়া নিউজ : ঝাড়খণ্ড কংগ্রেস শনিবার ৪৫ দিনের মনরেগা বাঁচাও অভিযান শুরু করেছে। ইউপিএ আমলে প্রণীত গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মনরেগার পরিবর্তে ভিবি-জি রাম জি চালুর প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি কেশব মহতো কমলেশ সাংবাদিকদের জানান, এই অভিযানের অংশ হিসেবে ধারাবাহিক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে অনশন, জনসচেতনতামূলক প্রচার, পথনাটক এবং ধর্না। তিনি বলেন, শনিবার সব জেলা সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের অভিযান শুরু হয়েছে। রবিবার দলীয় নেতা-কর্মীরা মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মূর্তির সামনে একদিনের অনশন করবেন। অভিযানের মাধ্যমে গ্রামীণ মানুষের অধিকার রক্ষার বার্তা দেওয়া হবে।