আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে। এক ধাক্কায় ১১১টাকা দাম বেড়ে গেছে। দিল্লিতে এর নতুন দাম দাঁড়িয়েছে ১,৬৯১.৫০ টাকা, মুম্বইয়ে ১,৬৪২.৫০ টাকা এবং কলকাতায় ১,৭৯৫.০০ টাকা। তবে, গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম একই রকম রয়েছে। অন্যদিকে, বিমান সংস্থাগুলির এটিএফ বা এভিয়েশন টারবাইন ফুয়েল-এর দাম ৭.৩% কমানো হয়েছে। এর ফলে দিল্লিতে এর দাম এখন ৯২,৩২৩ টাকা প্রতি কিলোলিটার। এই দামবৃদ্ধি ও হ্রাস আন্তর্জাতিক তেল বাজারের ওঠানামার কারণে হয়েছে, যা ভবিষ্যতে আরও পরিবর্তন আনতে পারে।