আমুদরিয়া নিউজ: মাসপয়লাতেই সুখবর। দাম কমল বাণিজ্যিক গ্যাসের। ১ নভেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকার কমানো হয়েছে। দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা। কলকাতাতে সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৬৯৪ টাকা। চেন্নাইতে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।