আমুদরিয়া নিউজ: আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহার বিধানসভা নির্বাচন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে বিহার মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে এবার সেরাজ্যের সম্ভাবনাময় তরুণদের ‘ইন্টার্নশিপ’ বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হবে। মূলত ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স যাদের, তাঁরাই এই অনুদান পাবেন। ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’র আওতায় রাজ্যের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে এই আর্থিক সাহায্য করা হবে। যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। নীতীশ সরকারের তরফে জানানো হয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস পর্যন্ত। আর্থিক অনুদান সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে খরচ হবে সরকারি কোষাগারের ৬৮৫ কোটি ৭৬ লক্ষ টাকা। ভোটের মুখে তরুণ প্রজন্মের মন ভোলাতেই কি নয়া ভাতা প্রদান? প্রশ্ন বিরোধীদের।
